Arjun Singh Slams TMC : গান্ধির তিনটে বাঁদর, পুলিশ, নির্বাচন কমিশন আর গুন্ডা, ফ্লেক্স ছেঁড়া নিয়ে মন্তব্য অর্জুনের - BJP MP Arjun Singh slams Trinamool Congress
আর কয়েক ঘণ্টা বাদেই বিজেপি প্রার্থীদের সমর্থনে ভাটপাড়ায় আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার আগের দিন ঘোষপাড়া রোডের ধারে 18 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সাধনা সিংয়ের ফ্লেক্স, ব্যানার ছেঁড়ার ছবি চোখে পড়ল । ফ্লেক্সে অর্জুন সিংয়ের ছবিও ফেটে গিয়েছে ৷ এর দায় পৌরভোটে দাঁড়ানো তৃণমূল প্রার্থীর ছেলের উপর চাপালেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ ঘাসফুল প্রার্থীর ছেলে মাদকাসক্ত এবং তাঁর মাথার ঠিক নেই ৷ তিনিই এ কাজ করেছেন, অভিযোগ বিধায়কের ৷ আর পুলিশ নিরপেক্ষ নয় জানিয়ে অর্জুন বলেন, "পুলিশ সরে গেলে না গুন্ডা থাকবে, না তৃণমূল ৷" যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের সহ সম্পাদক বিপ্লব মালো ৷ তিনি বলেন, "এই মুহূর্তে বিজেপি মার্কেটে নেই ৷" (BJP MP Arjun Singh alleges TMC candidate son over distorting BJP flex in Bhatpara)
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST