পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Asansol Bye Poll 2022 : শত্রুঘ্ন সিনহার সারাদিন হুঁশ থাকে না ! কটাক্ষ অর্জুনের - bjp mp Arjun Singh attacks Shatrughan Sinha in Asansol

By

Published : Mar 23, 2022, 8:11 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

"উনি সারাদিন হুঁশে থাকেন না। তাই ওনাকে ভোট দিয়ে কোনও লাভ হবে না (Asansol Bye Election 2022) । এটা আসানসোলের মানুষও জানেন।" আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। আজ আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের মনোনয়নে এসেছিলেন অর্জুন সিং। সেখানে তিনি রামপুরহাটকাণ্ড নিয়ে রাজ্যের সমালোচনা করার পাশাপাশি আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকেও একহাত নেন। অর্জুন সিং বলেন, "উনি তো বিহারে দাঁড়িয়ে হেরে এসেছেন । এখানেও হারবেন। অনেক বয়স হয়েছে ওনার। সারাদিন হুঁশে থাকেন না। এটা আসানসোলের মানুষ জানেন। তাই ওনাকে ভোট দিয়ে কোনও লাভ হবে না। আসানসোলে বিজেপিই জিতছে ।"
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details