পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Ashok Kirtania Slams Anubrata : অনুব্রত একটা 'লাথখোর' নেতা, সিবিআই তলব প্রসঙ্গে কটাক্ষ বিজেপি বিধায়কের - Ashok Kirtania Slams Anubrata

By

Published : Apr 10, 2022, 9:07 AM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

গরু পাচারকাণ্ডে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া (Ashok Kirtania Attack Anubrata Mandal)। শনিবার বারাসতে বিজেপি নেত্রী নবনীতা চক্রবর্তীর বাড়ির বাসন্তী পুজোয় আসেন তিনি । সেখানেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে 'লাথখোর' নেতার সঙ্গে তুলনা করেন বিজেপি বিধায়ক । অশোক কীর্তনীয়া বলেন, "শুধু অনুব্রত মণ্ডল নন । গরু পাচারকাণ্ডে আরও অনেক 'মণ্ডল' ডাক পাবেন । দেখবেন তাঁদেরও ছুটতে হচ্ছে এসএসকেএম হাসপাতালে । আমাদের বিচার ব্যবস্থার উপর পূর্ণ আস্থা রয়েছে । সিবিআই ঠিক গরুপাচার কেলেঙ্কারির সত্যতা অনুসন্ধান করবে । শুধু অপেক্ষা করুন ।"
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details