Trinamool Congress Joining : নবদ্বীপে বিজেপি, সিপিএম ছেড়ে ঘাসফুলে যোগদান শতাধিক কর্মীর - নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা
পৌর নির্বাচনের আগে বাম-বিজেপিতে ভাঙন নদিয়ার নবদ্বীপে । মঙ্গলবার রাতে নবদ্বীপ পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের রাধাবাজার মোড়ে একটি জনসভায় বিজেপি, সিপিএম ছেড়ে শতাধিক কর্মী, সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা । উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা নবদ্বীপ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান বিমানকৃষ্ণ সাহা (BJP Left Front workers join Trinamool Congress in Nabadwip Nadia) ৷
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST