পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

BJP Leader Threats IC : বাঁকুড়ায় প্রকাশ্যে আইসিকে উলঙ্গ করার হুমকি বিজেপি নেতার - bankura news

By

Published : Mar 31, 2022, 6:55 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

"আইসিকে উলঙ্গ করব ৷ দেখতে চাই উনি কতটা মায়ের দুধ খেয়েছেন ৷ আইসি মস্তান হয়ে গিয়েছেন ৷" জনবহুল রাস্তায় দাঁড়িয়ে এভাবেই থানার আইসিকে হুমকি দিলেন বিজেপি নেতা (BJP Leader Threats IC) ৷ বাঁকুড়ার ছাতনা ব্লকের দুবরাজপুর মোড়ে বৃহস্পতিবার বিজেপি সমর্থকদের পথ অবরোধের ফলে দীর্ঘক্ষণ রাস্তায় যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে । ঘটনাস্থলে ছাতনা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সেখানে প্রকাশ্যেই তাঁকে ঘুষ নেওয়া ও শাসকদলের দালালি করা নিয়ে অশ্রাব্য ভাষায় হুমকি দেন স্থানীয় বিজেপি নেতা জীবন চক্রবর্তী (BJP Leader Open Threats to IC at Bankura)। এমনকি আইসির সঙ্গে বাদানুবাদ করতেও দেখা যায় ওই বিজেপি নেতাকে ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details