Manoj Tiwari road show at Raniganj : রানিগঞ্জে রোড শো করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি - BJP leader Manoj Tiwari Attened a road show in Raniganj
আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে রানিগঞ্জে ভোট প্রচার করলেন সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari road show at Raniganj ) ৷ রানিগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে রানিগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত রোড-শো করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। হুড খোলা গাড়িতে চেপে ভোট প্রচার করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ তিওয়ারি বলেন, "আসানসোলের সাধারণ মানুষ ভোট দিয়ে নরেন্দ্র মোদিকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন, কিন্তু বাবুল সুপ্রিয় আসানসোলবাসীকে ধোঁকা দিয়ে পালিয়ে গিয়েছেন। পুনরায় আসানসোলের মানুষ বিজেপিকে ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করবেন।"
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST