Bengal Civic Polls Result 2022 : রাস্তাজুড়ে সবুজ আবির, জিতেও দেখা নেই বিজেপি প্রার্থীদের - Bengal Civic Polls Result 2022
মালদা কলেজের সামনে শুধুই সবুজ আবিরের ছড়াছড়ি (TMC Win in Municipalities in Malda) । অন্য রঙের ছিটেফোঁটাও নেই । অথচ দুই পৌরসভায় বিজেপি ও নির্দল প্রার্থীরাও জিতেছেন । কিন্তু সবুজ আবিরের দাপটে তাঁরা এলাকাতেই নেই । ইংরেজবাজারের 13 নম্বর ওয়ার্ডে জিতেছেন বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি । অভিযোগ করলেন, শাসকদলের ভয়েই জিতেও ঘরবন্দি বিরোধীরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST