Agnimitra Slams Anubrato: অনুব্রত যেখানে যান লাশ পড়ে যায়, জামুড়িয়ায় তোপ অগ্নিমিত্রার - Agnimitra Pal commented on Anubrat Manda
"অনুব্রত মণ্ডল যেখানে যান লাশ পড়ে যায়, উনি পিছন পিছন লাশের বন্যা নিয়ে যান ৷ বীরভূমে তাই হয়েছে, তাই হয়ে আসছে। পুরষ্কার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে আসানসোল লোকসভা উপনির্বাচনের দায়িত্ব দিয়েছেন।" এদিন জামুড়িয়ায় নির্বাচনী প্রচারে এমনই বললেন আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Pal commented on Anubrat Mandal)। এদিন তিনি আরও বলেন, "আসানসোলের মানুষ শান্তিপ্রিয়, যে মানুষ সন্ত্রাস ছড়ায় তাকে আসানসোলের মানুষ চায় না। লোকসভা উপনির্বাচনে আসানসোলে অনুব্রত থাকার বিষয় নিয়ে আমাদের শীর্ষ নেতৃত্ব নির্বাচন কমিশনারকে জানাচ্ছে।"
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST