BJP Bengal Strike: বিজেপির ডাকা বাংলা বনধে প্রভাব পড়ল না কাঁথিতে - বিজেপির ডাকা বাংলা বনধে প্রভাব পড়ল না কাঁথিতে
🎬 Watch Now: Feature Video
পৌরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Bengal Strike)। কিন্তু আজকে কাঁথি শহরে বিজেপির কোনও বনধের সমর্থনে মিছিলও বেরতে দেখতে পাওয়া গেল না। এদিন কাঁথি-সহ দিঘা, রামনগর, তমলুকে বনধের কোনও প্রভাব পড়ল না। জনজীবন স্বাভাবিক ছিল অন্যদিনের মতোই। এদিন সকালের দিকে তমলুক-হলদিয়া 41 নম্বর জাতীয় সড়কে বিজেপির কর্মী-সমর্থকরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অপরদিকে দিঘা-নন্দকুমার 116বি জাতীয় সড়ক হেড়িয়ার কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী-সমর্থকরা। কিছুক্ষণ অবরোধ করার পর পুলিশ গিয়ে তাঁদের হটিয়ে দেয়।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
BJP Bengal Strike