পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Anish Khan Death Case : আনিশ রহস্য-মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবি বিমান বসুর - বিচারবিভাগীয় তদন্তের দাবি করলেন বিমান বসু

By

Published : Feb 26, 2022, 7:16 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

আনিশ খানের মৃত্যুতে (Anish Khan Death Case) বিচারবিভাগীয় তদন্তের দাবি করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু । শনিবার হো চি মিন মূর্তির সামনে থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বামফ্রন্ট । ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে সেই মিছিল শেষ হয় । মিছিল শেষে প্রবীণ বামনেতা বলেন, "আনিশের মৃত্যু রহস্যাবৃত । এই ঘটনায় কোন স্তর পর্যন্ত প্রশাসনের লোকজন জড়িত আছে তা সামনে আসা উচিত । অন্যদের বলির পাঁঠা করা হচ্ছে । আসল মাথাটাকে ধরা প্রয়োজন । তিনি আরও বলেন, "তদন্তের বিষয়ে কিছু বলতে পারব না । তবে কোনও বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত হলে ভাল হত (Biman Bose seeks judicial probe in anish khan death case )। তাতে সিট তদন্ত করুক বা অন্য কেউ ।"
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details