পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Bhuban Badyakar : ইমনের বসন্ত উৎসবে 'কাঁচা বাদাম' ! মঞ্চ মাতালেন ভুবন - Iman Chakraborty welcomes kacha badam singer Bhuban Badyakar

By

Published : Feb 28, 2022, 2:29 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

প্রতি বছরের মতো এ বছরও লিলুয়ায় বসন্ত উৎসবের আয়োজন করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী । গুণীজনের সমাগমে রীতিমত জমে উঠেছিল অনুষ্ঠানটি। এবার ষষ্ঠ বর্ষে পদার্পণ করল এই উৎসব। নাচ, গান, আবৃত্তি সবই ছিল অনুষ্ঠানের অঙ্গ। একদিকে যেমন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোপামুদ্রা মিত্র, জোজো, ব্রততী বন্দ্যোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, শিলাজিৎরা ৷ তেমনই ডাক পেয়েছিলেন 'কাঁচাবাদাম' গানের স্রষ্টা ভুবন বাদ্যকারও (Iman Chakraborty welcomes kacha badam singer Bhuban Badyakar)৷ এদিন কাঁচাবাদাম গানটি গেয়ে ফের সকলের কোমর দুলিয়ে দেন তিনি। মেতে ওঠে মঞ্চ। গানের সঙ্গে নাচের সঙ্গত করেন ইমনও ৷ ইমনের পাশে ছিলেন তাঁর সুরকার স্বামী নীলাঞ্জন ঘোষ এবং তাঁর অগণিত ছাত্রছাত্রী।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details