মদের দোকান খোলায় বাড়বে গার্হস্থ্য হিংসা, বিশাখাপটনমে বিক্ষোভ মহিলাদের - গার্হস্থ্য হিংসা
লকডাউনের সময় মদের দোকান খোলার সিদ্ধান্তের বিরুদ্ধে বিশাখাপটনমে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা । তাঁদের দাবি, সরকারের এই সিদ্ধান্তের ফলে সংক্রমণ বাড়তে পারে । সেই সঙ্গে বাড়বে গার্হস্থ্য হিংসাও । অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা ।