ভূস্বর্গের শোভাকে চেটেপুটে উপভোগ করতে ভিড় জমছে টিউলিপ বাগানে - জম্মু ও কাশ্মীর
দেশে বাড়ছে তাপমাত্রার পারদ ৷ আর এইসময় কাশ্মীরের মনোরম পরিবেশ চেটেপুটে উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা ৷ ভিড় জমছে শ্রীনগরের টিউলিপ গার্ডেনে ৷ জ়াবারওয়ান রেঞ্জের পাদদেশে টিউলিপ গার্ডেন ৷ রং-বেরঙের নানা ফুল ফোটে এখানে ৷ 25 মার্চ থেকে পর্যটকদের জন্য খুলে গিয়েছে টিউলিপ গার্ডেন ৷ আর এর মধ্যেই 60 হাজার পর্যটকে ঘুরতে এসেছেন এখানে ৷ আধিকারিকরা বলছেন স্থানীয়দের মিলিয়ে দিনে গড়ে প্রায় 9 হাজার মানুষ আসছেন এখানে ৷ প্রায় দুই বছর পর পর্যটকদের জন্য খুলল টিউলিপ গার্ডেন ৷ 15 লাখেরও বেশি টিউলিপ ফোটে এখানে ৷ সুইজ়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও অন্যান্য দেশ থেকে নিয়ে আসা হয়েছে এই ফুলগুলি ৷