পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আমফান সতর্কতা, বাতিল একমাত্র স্পেশাল ট্রেন - train canceled

By

Published : May 20, 2020, 1:53 PM IST

আমফানের মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা রেলের তরফে । বাতিল করা হল হাওড়া-নিউ দিল্লি স্পেশাল এক্সপ্রেস। লকডাউন চলাকালীন রেল পরিষেবা বন্ধ । একান্ত জরুরি কাজের ভিত্তিতে মানুষের যাতায়াতের জন্য রেলের তরফে শুরু করা হয়েছিল হাওড়া- নিউ দিল্লি এক্সপ্রেস। তিনটি রাজ্য থেকে দেশের রাজধানী পর্যন্ত একমাত্র ট্রেন । সেই ট্রেন যাতে ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনা না ঘটে তার জন্য বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে । উল্লেখ্য, ট্রেন বাতিলের ব্যাপারে ইতিমধ্যেই জানানো হয়েছে হাওড়া, আসানসোল, মালদা এবং শিয়ালদহ ডিভিশনের আধিকারিকদের । এ বিষয়ে হাওড়া ডিভিশনের DRM ইশাক খান জানান, সাইক্লোন এর সময় দুর্ঘটনা থেকে বাঁচতেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত।

ABOUT THE AUTHOR

...view details