গুলমার্গের ইগলু ক্যাফেতে মজে পর্যটকরা - igloo cafe in Gulmarg
বরফে ঢাকা গুলমার্গের স্বর্গীয় সৌন্দর্যের কথা আলাদা করে বলার দরকার পড়ে না । কিন্তু, সেই বরফের মাঝেই যদি পাওয়া যায় গরমা-গরম কফি আর স্ন্যাক্স ? ইউরোপীয় সংস্কৃতিতে পরিচিত ইগলু ক্যাফে । আর এশিয়ার প্রথম সর্ববৃহৎ ইগলু ক্যাফে এবার জম্মু-কাশ্মীরের গুলমার্গে । চারপাশে বরফের চাদরে মোড়া গুলমার্গ । বরফের উপরে স্কি-স্কেটিং, আর সঙ্গে ধোঁয়া ওঠা এক কাপ গরম কফি । মজেছেন পর্যটকরা ।