পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"আমি খাবার আনতে গেছিলাম", এখনও আতঙ্কে টিপু - খাবার আনতে যাওয়ায় প্রাণে বেঁচেছেন টিপু সরকার

By

Published : Oct 31, 2019, 7:39 AM IST

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পাঁচ বাঙালি শ্রমিক ৷ জঙ্গি হামলায় জখম জহিরুদ্দিন নামে একজন ৷ বর্তমানে তিনি চিকিৎসাধীন ৷ আর একজন টিপু সরকার, যিনি সেসময় খাবার আনতে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন ৷ কলকাতা নিয়ে আসা হয়েছে তাঁকে ৷ তাঁর চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ৷ কলকাতা বিমানবন্দরে আসার পর তিনি বলেন, কাজ থেকে ফেরার পর "আধা ঘণ্টা আমরা ডেরাতে বসেছিলাম ৷ তারপর আমি খাবার আনতে গিয়েছিলাম ৷"

ABOUT THE AUTHOR

...view details