ওরা ভেবেছিল কৃষকরা ক্লান্ত হয়ে আন্দোলন তুলে নেবেন, কেন্দ্রকে খোঁচা অধীরের - new agricultural Law
"কৃষকদের আন্দোলনের ফল, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হল ৷ আমরা চাই, এই আন্দোলন সফল হোক ৷" কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্র প্রশ্নের মুখে পড়ার পর প্রতিক্রিয়া অধীর চৌধুরির ৷ অধীর আরও বলেন, "প্রথম থেকে আমরা কৃষি আইনের বিরোধিতা করেছি ৷ 60 জনের বেশি কৃষক মারা গিয়েছেন ৷ আজকে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হল কেন ?" কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অধীর চৌধুরির কটাক্ষ, "সরকার আটবার আলোচনা করেছে বটে, তবে ওদের ধারণা ছিল কৃষকরা ক্লান্ত হয়ে যাবেন এবং আন্দোলন তুলে নেবেন ৷ কিন্তু ভারতের কৃষকরা শক্তি রাখেন, তাঁদের তেজ আছে ৷"