এভারেস্টজয়ীকে শেষ শ্রদ্ধা : দেখুন ভিডিয়ো - mountainer
মাউন্ট মাকালু অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছিলেন বাঙালি পর্বতারোহী দীপঙ্কর ঘোষ । তাঁকে খুঁজে পাওয়ার জন্য চলে একের পর এক অভিযান । পরে তাঁকে পাওয়া যায় মৃত অবস্থায় । আজ তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় বালির বেলানগরের বাড়িতে । সকাল সাড়ে আটটা নাগাদ তাঁর বাড়ি সংলগ্ন মাঠে রাখা হয় কফিনবন্দী দেহটি । সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান সকলে । একাধিক পর্বতারোহী সংস্থা ও স্থানীয় বিদ্যালয় ও প্রশাসনের তরফেও মালা দেওয়া হয় । এরপর বালির পাঠকঘাট শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। ২০১১ সালে এভারেস্টে ওঠেন দীপঙ্কর ঘোষ । একে একে কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মানাসলু ও ধৌলগিরি জয় করেন তিনি ।