পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ - দিল্লির সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগর

By

Published : Jan 26, 2021, 11:38 AM IST

কৃষকদের ট্র্যাক্টর মিছিলে লাঠিচার্জ করল পুলিশ ৷ একই সঙ্গে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও পাঠানো হয় ৷ সিঙ্ঘু সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগরে পৌঁছালে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ কিন্তু পুলিশি বাধা অতিক্রম করে কৃৃষকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ পুলিশের সঙ্গে কৃষকদের ধস্তাধস্তি শুরু হয় । তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ৷ কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা সতনাম সিং বলেন, "আমরা পুলিশের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে প্রায় 45 মিনিট আলোচনা করি ৷ আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল ৷ তবুও পুলিশ তা রিং রোডে আটকে দেয় ৷"

ABOUT THE AUTHOR

...view details