পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

স্কুলের মধ্যেই মদ্যপান শিক্ষকের - drinking alcohol

By

Published : Mar 27, 2021, 11:05 AM IST

স্কুলের মধ্যে মদ্যপান করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে । অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার কৃষ্ণপুরাম গ্রামের সরকারি একটি বিদ্যালয়ের ঘটনা । অভিযুক্ত শিক্ষকের নাম কোটেশ্বর রাও । তিনি পড়ুয়াদের সামনেই মদ্যপান করছিলেন বলে জানা গিয়েছে । মদ্যপ অবস্থায় পড়ুয়াদের মারধরও করেন তিনি । বৃহস্পতিবার সম্পূর্ণ ঘটনাটি সামনে আসে । পড়ুয়ারা যখন তাদের বাবা-মা কে ঘটনাটি বলে তখন তারা ওই স্কুলে গিয়ে দেখেন শিক্ষক স্কুলের মধ্যেই মদ্যপান করছেন । তাঁরা এই ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করে তা জোনাল এডুকেশন অফিসারের কাছে পাঠান । এর পর ওই শিক্ষকের কাছে এই আচরণের জবাব চাওয়া হয় । জবাব না পাওয়া পর্যন্ত ওই শিক্ষককে কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details