গোল বাধাল বৃষ্টি, উল্টে পড়ল 'রাবণ' - Ravana Vadh Dahan
নবরাত্রি শেষে সারা দেশজুড়ে আজ পালিত হচ্ছে দশেরা ৷ দশেরা উপলক্ষ্যে তৈরি করা হয়েছে রাবণের প্রতিকৃতি ৷ রামলীলা শেষেই হবে রাবণ বধ ৷ কিন্তু গোল বাধাল বৃষ্টি ৷ বৃষ্টির দাপটে উল্টে পড়ে গেল রাবণের প্রতিকৃতি ৷ সুরাতে এমনটাই ঘটেছে ৷ দেখুন ভিডিয়ো