কৃষক নেতাদের নিয়ে ভেঙে পড়ল মহাপঞ্চায়েত মঞ্চ - stage of Bharatiya Kisan Union collapses in jind
হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ ৷ ভার সহ্য করতে না পেরে কৃষক আন্দোলনের মঞ্চ ভাঙল হরিয়ানায় ৷ কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে আরও জোরদার করতে ডাকা হয়েছিল 'মহাপঞ্চায়েত' ৷ হরিয়ানার জিন্দ জেলায় ডাকা সেই মহাপঞ্চায়েতে উপস্থিত ছিলেন ভারতীয় কিষান ইউনিয়নের প্রধান রাকেশ টিকাইত সহ অন্য নেতারা ৷ সভা চলাকালীনই মঞ্চ ভেঙে পড়ে যায় ৷ তখন মঞ্চের উপর দাঁড়িয়ে ছিলেন রাকেশ টিকাইত সহ অন্য কৃষক নেতারা ৷