মোদিজি ও অমিত শাহর জন্য 370 ধারা প্রত্যাহার সম্ভব হয়েছে : নাড্ডা - BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা
আজ শ্যামাপ্রসদ মুখোপাধ্যায়ের জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে BJP-র তরফ থেকে ভার্চুয়াল সভা হয় ৷ সেখানে বক্তব্য রাখেন BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ সেখানে 370 ধারার প্রসঙ্গ তুলে ভারতের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান তুলে ধরেছেন তিনি ৷ তিনি বলেন , "যে বিষয় নিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশের জন্য বলিদান দিয়েছেন, আজ তাঁর 119 তম জন্মদিনে আমাদের একটাই সন্তোষ যে , 370 ধারাকে মোদিজির নেতৃত্বে ও অমিত শাহর রণনীতির ফলে আমরা সবাই ধরাশায়ী করে দিয়েছি । আর আজ আমরা এক সূত্রে বাঁধা ৷ এটা শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন ছিল । এর জন্য উনি নিজের সর্বস্ব বলিদান করেছিলেন । এক জন, এক মন, এক সংবিধান এই বিষয়টি যে আমরা বাস্তবায়িত করতে পারছি, তা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় ৷"