পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Snowfall at Jammu and Kashmir Doda : বরফ ও রোদের লুকোচুরিতে মোহময়ী ভূস্বর্গ - জম্মু ও কাশ্মীরের ডোডা অঞ্চলে তুষারপাত

By

Published : Dec 27, 2021, 2:25 PM IST

কখনও পাহাড়ের কোলে ঝলমলে রোদ, কখনও তুষারপাত ৷ না, কোনও গল্প কথা নয় ৷ এ হল জম্মু কাশ্মীরের ডোডা অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্য (Snowfall at Doda region in Jammu and Kashmir) ৷ কখনও রোদের সোনালি আভা পাহাড়ে উত্তাপ ছড়াচ্ছে, কখনও নিমেষে সেই রোদ ঢেকে দিয়ে পাহাড়কে শুভ্রতায় মুড়ে দিচ্ছে বরফ বৃষ্টি ৷ তবে পর্যটকদের কাছে এ হেন সৌন্দর্য মনোরম লাগলেও স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতিতে নাজেহাল ৷ কী বলছেন তাঁরা ?

ABOUT THE AUTHOR

...view details