কোরোনাকে হারিয়ে বাড়ি ফিরল থানের খুদে - Thane
সুস্থ হয়ে উঠল কোরোনায় সংক্রমিত 6 মাসের শিশু । কিছুদিন আগেই কোরোনায় সংক্রমিত হয়ে থানের এক হাসপাতালে ভরতি হয়েছিল ওই শিশু । আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল । অ্যাম্বুলেন্স থেকে বাড়ির কলোনিতে নামতেই কলোনির সবাই হাততালি দিয়ে স্বাগত জানাল শিশুকে । পাশাপাশি শিশুকে যে চিকিৎসকরা সুস্থ করে তুলেছে ও থানের পুলিশ আধিকারিকদেরও হাততালি দিয়ে ধন্যবাদ জানান কলোনির বাসিন্দারা ।