আক্রান্তদের ওষুধ-খাবার দেবে রোবট, নতুন ভাবনা রাজস্থানে - কোরোনা আক্রান্তদের ওষুধ ও খাবার দেবে রোবট,
কোরোনা আক্রান্তদের ওষুধ ও খাবার দেওয়ার জন্য ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের বারবার আক্রান্তের সংস্পর্শে আসতে হয় ৷ ফলে তাঁদের দেহে কোরোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি ৷ তাই আশঙ্কা কমাতে এক অভিনব পন্থা নিল রাজস্থান সরকার ৷ এবার থেকে মানুষ নয় কোরোনা আক্রান্তদের ওষুধ দেবে অত্যাধুনিক রোবট ৷ এক সঙ্গে খাবারও দেবে এই রোবট ৷ তবে এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে এই রোবট ৷