পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অসমের যুবকের হাতে তৈরি রাফাল ইউনিটের লোগো - প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

By

Published : Jul 31, 2020, 12:40 AM IST

দেশের মাটি স্পর্শ করেছে রাফাল যুদ্ধ বিমান ৷ বায়ুসেনায় রাফালের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দেশের প্রতিরক্ষায় শক্তি বাড়াবে ৷ আর বায়ুসেনার গোল্ডেন অ্যারোজ় স্কোয়াড্রনের রাফাল ইউনিটের লোগো তৈরি করেছেন অসমের চিরাঙ্গ জেলার সৌরভ চোরদিয়া ৷ লোগো তৈরি করতে সৌরভ ব্যবহার করেছেন IAF-এর প্রতীক হিমালয়ান ঈগল, গোল্ডেন অ্যারো ও জাতীয় পতাকা ৷

ABOUT THE AUTHOR

...view details