অল্পের জন্য রক্ষা পেলেন মহারাষ্ট্রের বৃদ্ধ
মহারাষ্ট্রের দহিসার রেলস্টেশনে লাইন টপকে পার হওয়ার চেষ্টা করছিলেন বছর ষাটের গোপাল সোলাঙ্কি । লাইন টপকে পার হওয়ার সময় তাঁর জুতো লাইনে আটকে যায় । তখনই প্লাটফর্মে ট্রেন ঢুকছিল । শেষ পর্যন্ত অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি । একেবারে শেষ মূহূর্তে তাঁকে প্লাটফর্মে টেনে নিলেন পুলিশ কনস্টেবল গণপত সোলাঙ্কি ।