মদের দোকানে জমায়েত, লাঠিচার্জ পুলিশের
দেশজুড়ে লকডাউন ৷ 40 দিন পেরিয়েছে ৷ বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই মৌখিক ভাবে মদের দোকান খোলার সিদ্ধান্ত জানিয়েছে ৷ সেই মতো আজ দিল্লির বিভিন্ন এলাকায় খুলে যায় মদের দোকান ৷ তারপরই জমায়েত করতে শুরু করে মানুষ ৷ দিল্লির কাশ্মীরি গেটের কাছে দেখা যায় সেই দৃশ্য ৷ জমায়েত সরাতে লাঠিচার্জ করে পুলিশ ৷