জনতা কারফিউ বুঝিয়ে দিয়েছে আমরা একসঙ্গে : মোদি - লকডাউন
22 মার্চ প্রধানমন্ত্রীর আহ্বানে দেশজুড়ে পালিত হয়েছিল "জনতা কারফিউ" । সেদিন বিকেল পাঁচটায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের প্রতি হাততালি দিয়ে, ঘণ্টা বাজিয়ে কৃতজ্ঞতা জানায় গোটা দেশ । সেই প্রসঙ্গ তুলে আজ দেশবাসীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী । বলেন, "জনতা কারফিউ, ঘণ্টা বাজানো, বাসন বাজানো, এই সব কিছুর মধ্য দিয়ে গোটা দেশ জানিয়ে দিয়েছে, এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা একসঙ্গে রয়েছি । এই মডেল এখন বিশ্বের অন্য দেশগুলিও অনুকরণ করছে ।"
Last Updated : Apr 3, 2020, 4:30 PM IST