বদ্রীনাথ পর্যন্ত শোভাযাত্রা ভক্তদের - লকডাউনের মাঝেই শোভাযাত্রা
জোশিমঠের নরসিংহ মন্দির থেকে বদ্রীনাথ মন্দির পর্যন্ত শোভাযাত্রা করলেন ভক্তরা । লকডাউনের মাঝেই শোভাযাত্রায় ভিড় করেন ভক্তরা । 15 মে খুলবে বদ্রীনাথ মন্দির । প্রধান পুরোহিত সহ 25 জনকে মন্দিরে থাকার অনুমতি দিয়েছে উত্তরাখণ্ড সরকার ।