পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সাময়িক : রাহুল সিনহা - ডিজ়েল

By

Published : Jun 26, 2020, 10:22 PM IST

ভারতে পেট্রল-ডিজ়েলের দাম উর্ধ্বমুখী । আজ এই নিয়ে টানা 20 দিন বাড়ল পেট্রল-ডিজ়েলের দাম । ইতিমধ্যেই পেট্রপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়েছে রাজ্য সরকার, বাম ও কংগ্রেস । আজ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মুখ খুললেন BJP-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা । তাঁর কথায়, " এই মূল্যবৃদ্ধি সাময়িক ।" উলটে লকডাউন চলাকালীন মদের দোকান খোলা নিয়ে রাজ্য সরকারকে দোষারোপ করেন তিনি । বলেন, "BJP রাস্তায় নামলেই মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করেন । এখন কী করছেন তিনি? রাজ্যে সবজির দাম লাগামছাড়াভাবে বাড়ছে । সেই নিয়ে কেউ একটাও শব্দও করছে না ।"

ABOUT THE AUTHOR

...view details