পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

অটলবিহারী বাজপেয়ির 95 তম জন্মদিন, শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর - প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির 95 তম জন্মদিন

By

Published : Dec 25, 2019, 10:26 AM IST

আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির 95 তম জন্মদিন ৷ সকালে সদৈব অটল মেমোরিয়ালে শ্রদ্ধা জানাতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তিনি ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা ও অন্যান্য মন্ত্রী, নেতা-নেত্রীরাও শ্রদ্ধা জানান বাজপেয়ির স্মৃতিসৌধে ৷ 1924 সালের 25 ডিসেম্বর জন্ম হয় অটলবিহারী বাজপেয়ির ৷ প্রথমবার 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন 1996 সালে ৷ 1998 সালে 13 মাস এবং 1999 সালে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details