বিশ্বে কোরোনায় আক্রান্ত 7 কোটি 26 লাখের বেশি - সংক্রমণের নিরিখে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে
বিশ্বে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল 7 কোটি 26 লাখ 46 হাজার 646 । মৃত্যু হয়েছে 16 লাখ 18 হাজার 908 জনের । সংক্রমণের নিরিখে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে । অ্যামেরিকা ও ব্রাজ়িল প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে । কোন দেশে কত সংক্রমণ দেখে নিন এক নজরে...