Tokyo Olympics- Men's Hockey : চল্লিশ বছরের খরা কাটিয়ে হকিতে পদক, উচ্ছ্বাস দেশজুড়ে
চার দশক পর ভারতীয় হকির মরুভূমিতে দেখা গিয়েছে মরুদ্যান ৷ একচল্লিশ বছর পর অলিম্পিকসের পোডিয়াম ফিনিশ করেছে ভারত ৷ টোকিয়োতে জার্মানিকে হারিয়ে অলিম্পিকসে ব্রোঞ্জ জয় ভারতের ৷ সকাল থেকেই জয়ের আনন্দে আত্মহারা গোটা দেশ ৷ আনন্দ উচ্ছ্বাসে ভাসল খেলোয়াড়দের পরিবারও ৷ চলল মিষ্টিমুখ, বাজি পোড়ানো ৷ কোথাও কোথাও বাজনা নিয়ে রাস্তায় নামলেন সাধারণ মানুষ ৷