পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পুরীর রথে বিপুল ভিড়, বিনা বাধায় ছুটল অ্যাম্বুলেন্স; কীভাবে জানেন? - ambulance

By

Published : Jul 8, 2019, 7:19 PM IST

পুরীর রথযাত্রা । রাস্তায় তিল ধারণেরও জায়গা নেই । সেই রাস্তা দিয়েই রোগীকে নিয়ে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স । সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে এই দৃশ্য দেখে কুর্নিশ জানালেন সবাই । 4 জুলাই জগন্নাথ দেবের রথযাত্রায় কয়েক লাখ ভক্তের সমাগম হয়েছিল পুরীর রাজপথে । সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান সামলাতে রাস্তায় উপস্থিত ছিল পুলিশসহ 10টি সংস্থার 1200 জন স্বেচ্ছাসেবক । হঠাৎই সেই রাস্তায় সাইরেন বাজিয়ে চলে আসে একটি অ্যাম্বুলেন্স । সঙ্গে সঙ্গে রাস্তার দু'দিকে ভক্তদের সরিয়ে তৈরি করে দেওয়া হয় করিডোর । বিনা বাধায় অ্যাম্বুলেন্সটি ভক্তদের ভিড়ের মাঝেই ছুটে যায় হাসপাতালের দিকে । দেখে নিন সেই ভিডিয়ো ....

ABOUT THE AUTHOR

...view details