একেই হয়ত বলে, রাখে হরি মারে কে ! এমনিতে রেল লাইনের উপর দিয়ে চলাচল করা নিয়মবিরুদ্ধ ৷ কিন্তু আমাদের অনেকেই এত নিয়মের তোয়াক্কা করি না ৷ কিন্তু তার ফল যে কি হতে পারে, তা আজ হাতেনাতে টের পেলেন মহারাষ্ট্রের কল্যাণের এক বৃদ্ধ ৷ কোনওদিক না দেখেই রেল লাইন পার করছিলেন ৷ ক্ষণিকের অসাবধানতা, আর তাতেই ভবলীলা সাঙ্গ হতে পারত তাঁর ৷ একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ৷ আর একটু হলেই মুম্বই-বারাণসী স্পেশালের তলায় ঢুকে যেতেন তিনি ৷ তবে সতর্ক ছিলেন ট্রেনের চালক, সঙ্গে সঙ্গে আপৎকালীন ব্রেক কষে দেন ৷ বৃদ্ধ প্রায় ঢুকে গিয়েছিলেন ট্রেনের তলায় ৷ কোনওরকমে তাঁকে টেনে বের করা হয় ৷ ট্রেনের লোকো পাইলট, অ্যাসিস্টান্ট লোকো পাইলট ও চিফ পারমাননেন্ট ওয়ে ইনস্পেক্টরের জন্য 2000 টাকা করে পুরস্কার ঘোষণা করেছে মধ্য রেল ৷