টানা বৃষ্টির জেরে আটকে ট্রেন, যাত্রীদের উদ্ধারে বোট ও হেলিকপ্টার - indian air force
বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রে ব্যাহত ট্রেন চলাচল । এরই মাঝে বদলাপুরের কাছে আটকে পড়ে মহালক্ষ্মী এক্সপ্রেস । 11 ঘণ্টারও বেশি ট্রেনের মধ্যে আটকে ছিল যাত্রীরা ৷ পরে উদ্ধারে নামে NDRF, নৌবাহিনী ও বায়ুসেনা ৷ একে একে ট্রেন থেকে নামিয়ে প্রথমে বোটে করে তাদের নিয়ে যাওয়া হয় ৷ পরে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় অন্যত্র ৷ প্রত্যেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে রেল সূত্রে খবর ।
Last Updated : Jul 27, 2019, 3:09 PM IST