বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিপাকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, উদ্ধার করল বায়ুসেনা - দাতিয়া গ্রাম
একসময় গোয়ালিয়রে হওয়া বন্যাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ বুধবার তিনিই খুব কাছ থেকে প্রত্যক্ষ করলেন বন্যার ভয়াবহতা ৷ বুধবার মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে স্পিডবোটে এলাকা পরিদর্শনের সময় একটি গাছ তাঁদের বোটের উপর ভেঙে পড়লে বোটটির মোটর খারাপ হয়ে যায় ৷ খবর পেয়ে তড়িঘড়ি বায়ুসেনার কপ্টার সেখানে গিয়ে এয়ারলিফ্টের মাধ্যমে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসে ৷