"মাস্ক পরি না" বলে পরে ভুল স্বীকার মন্ত্রীর - মাস্ক
ইন্দোরে একটি অনুষ্ঠানে মাস্ক ছাড়াই দেখা গেল মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে । এনিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, তিনি মাস্ক পরেন না । পরে অবশ্য ভুল স্বীকার করে নেন । বলেন, "এরপর থেকে মাস্ক পরব ।"