হায়দরাবাদে বাড়ির ছাদে চিতাবাঘ ! - চিতাবাঘ
বাড়ির ছাদে ঘুমোচ্ছে চিতাবাঘ । আজ সকালে তেলাঙ্গানার রঙ্গা রেড্ডি জেলার শাদনগরে এক বাড়িতে এই দৃশ্যই ক্যামেরাবন্দি হল । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা । বনদপ্তরের কর্মীরা চিতাবাঘটিকে অজ্ঞান করে হায়দরাবাদের নেহরু জ়ুলজিক্যাল পার্কে নিয়ে যায় । স্থানীয়রা অনুমান করছে, নিকটবর্তী জঙ্গল থেকেই এসেছিল চিতাবাঘটি ।