PPE পরে নাচছেন চিকিৎসক ! - সৃজিৎ কৃষ্ণন
PPE কিট পরে নাচছেন চিকিৎসক । সঙ্গে কেরালার স্থানীয় ভাষার একটি গান বাজছে । কোভিড ওয়ার্ডে স্বতঃস্ফূর্তভাবে নাচছেন চিকিৎসক । কোরোনায় আক্রান্ত রোগীদের অনুপ্রেরণা যোগাতে ও তাঁদের মন ভালো রাখতেই চিকিৎসক সৃজিৎ কৃষ্ণন এই উদ্যোগ । তাঁর সহকর্মীরা তাঁর নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন । তিনি কানহানগড় জেলা হাসপাতালের চিকিৎসক সৃজিৎ ।