বাড়িতে ওষুধ পৌঁছাবে ড্রোন, দেশে প্রথম পরীক্ষামূলক অভিযান শুরু সোমবার - ওষুধ পৌঁছে দেবে ড্রোন
🎬 Watch Now: Feature Video
বাড়িতে বাড়িতে ওষুধ পৌঁছে দেবে ড্রোন ৷ দেশে প্রথম পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু হবে সোমবার, 21 জুন ৷ কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত চিক্কাবাল্লাপুর জেলা, তারই মধ্যে গৌরীবিদানুর ৷ এখান থেকে থ্রটল এরোস্পেস সিস্টেম (TAS) এই পরীক্ষামূলক অভিযান "বিয়ন্ড ভিসুয়াল লাইন অফ সাইট" (BVLOS)-এর সূচনা করবে ৷ টিএএস-এর সিইও নগেন্দ্রন কানদাসামী জানালেন দুধরনের মেডকপ্টার (MedCOPTER) ড্রোন আর একটি আরএএনডিআইএনটি (RANDINT) নামক সফ্টওয়্যার থাকবে, "ছোট মেডকপ্টারটি 1 কেজি ওষুধ নিয়ে 15 কিমি পর্যন্ত উড়ে যেতে পারে, অন্যটি 14 কিমি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে 2 কেজি ওজনের ওষুধ নিয়ে ৷ আগামী 30 অথবা 45 দিনে কমপক্ষে 100 ঘণ্টার পরীক্ষানিরীক্ষা হবে ৷ এতে ড্রোনগুলির নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও পর্যবেক্ষণ করা হবে ৷" দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (DGCA) 2020-র মার্চে এই প্রজেক্টের ছাড়পত্র দিয়েছিল ৷ এই কাজে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে টিএসকে সাহায্য করবে "হানিওয়েল এরোস্পেস কোম্পানি" ৷