কানপুরে লকডাউন অমান্যকারীদের আরতি পুলিশের! - মন্ত্র
দেশে লকডাউন জারি করা হয়েছে কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ৷ তবে জনগণ সেই লকডাউন মানতে নারাজ ৷ লকডাউন অমান্যকারীদের উচিত শিক্ষা দিতে এবার নতুন পথ বেছে নিল কানপুরের পুলিশ ৷ কিদওয়াই নগরে লকডাউন অমান্য করে কাউকে রাস্তায় ঘুরতে দেখলেই তাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে ফুল চন্দন দিয়ে, লকডাউন ভাঙার নানা কথা মন্ত্রে যোগ করে আরতি করছে পুলিশ ৷ প্রসাদ হিসাবে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে কলা ৷ দেখুন ভিডিয়ো...
Last Updated : Apr 22, 2020, 7:46 PM IST