পুরীর সৈকতে ছবি এঁকে সৌরভের আরোগ্য কামনা আন্তর্জাতিক শিল্পীর - sudarshan pattnaik wishes speedy recovery by sand art
পুরীর সমুদ্র সৈকতের বালিতে ছবি এঁকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেন আন্তর্জাতিক বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক । তিনি বলেন, "আমি মহাপ্রভু জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছি, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ।"