লকডাউন অমান্যকারীদের অভিনব শাস্তি
মধ্যপ্রদেশের কোরোনা আক্রান্তের আক্রান্তের সংখ্যা 1552, এর মধ্যে 915 জনই ইন্দোরের বাসিন্দা ৷ অথচ হেলদোল নেই সাধারণ মানুষের ৷ লকডাউন অমান্য করে পথে বেরোচ্ছে তারা ৷ পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন উচিত শিক্ষার ৷ তবে শাস্তি দিতে হাতে লাঠি নয়, স্বাস্থ্যচর্চাকে বেছে নিল ইন্দোর পুলিশ ৷ লকডাউনে রাস্তার মাঝেই একদলকে দিয়ে পিটি করালেন, কেউ কেউ আবার কান ধরে ওঠবোস করলেন ৷ ব্যাঙের মতো লাফানোর শাস্তিও দেওয়া হল তাদের ৷ দেখুন ভিডিয়ো....