কেমন হল কোরোনা পরবর্তী রেল বগি ? - Post COVID Coach of Indian Railways
তৈরি হল ভারতের কোরোনা পরবর্তী পর্যায়ের প্রথম রেল বগি । সুরক্ষাজনিত একাধিক দিকে দেওয়া হয়েছে বাড়তি নজর । থাকছে হ্যান্ডস-ফ্রি পরিষেবা, কপার কোটেড হাতল ও ছিটকিনি । বগিতে প্লাজ়মা এয়ার পিউরিফায়ার লাগানো থাকছে । এছাড়াও টাইটেনিয়াম ডাই-অক্সাইডে কোটিংও থাকছে বগিতে ।