''দেশে থাকতে গেলে বন্দেমাতরম বলতেই হবে'', মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
দেশে থাকতে গেলে বন্দেমাতরম বলতেই হবে ৷ গুজরাতের একটি সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মন্তব্য করলেন এমনই ৷ CAA-এর সমর্থনে শনিবার গুজরাতের সুরাতে একটি সভা আয়োজিত হয় ৷ সেখানেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতাপচন্দ্র সারেঙ্গি বলেন,''দেশের নাগরিকদের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধের মাধ্যমেই দেশের উন্নতি সম্ভব, শুধুমাত্র জল ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করলেই হবে না ৷'' এরপর তিনি বলেন, ''বন্দেমাতরম এবং দেশপ্রেম সমার্থক ৷ দেশে থাকতে গেলে বন্দেমাতরম বলতে হবে ৷ নইলে দেশে থাকার কোনও অধিকার জন্মায় না ৷''