"আমি চিৎকার করেছিলাম, কেউ শুনতে পায়নি" - accident in Maharashtra
কাল সন্ধ্যা সাতটায় রওনা দিয়েছিলেন । আজ ভোরেই তাঁরা দুর্ঘটনাস্থানে এসে পৌঁছেছিলেন । অনেকটা পথ হেঁটেছিলেন টানা । ওখানে একটু বিশ্রাম নিচ্ছিলেন সবাই । তারপর ওখানেই ঘুমিয়ে । হঠাৎ ট্রেনের আওয়াজে ঘুম ভেঙে যায় বীরেন্দ্র সিংয়ের । চিৎকার করে সাবধান করেছিলেন সবাইকে । কিন্তু কেউ তাঁর ডাক শুনতে পাননি । হাসপাতাল থেকে বেরিয়ে এমনই বললেন মহারাষ্ট্রের দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক পরিযায়ী শ্রমিক ।