কানপুরের দুষ্কৃতী বিকাশ দুবে-র বাড়ি ভাঙল প্রশাসন - কানপুরের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে
শুক্রবার কানপুরের অপরাধী বিকাশ দুবে-কে ধরতে গিয়ে বিকাশ ও তাঁর দলবলের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র-সহ আট পুলিশ কর্মী ৷ এরপর আজ জেলা প্রশাসনের তরফ থেকে ওই দুষ্কৃতীর কানপুরের বাড়ি ভাঙা হয় । দেখুন ভিডিয়ো...